Total Pageviews

Thursday 23 April 2015

ভালোবাসাবাসি - ১৪

আমাদের ফিস ফিস  কথায়  হেসে ওঠে মাধবীলতা
বারান্দার কোনে আড়ি পাতে একলা চড়াই
সিলিঙে জমা  সন্দিগ্ধ  ধূসর ঝুল
ওরা জানেনা আমরা অনেকটা পথ হেঁটে এসেছি
একসাথে
পিপড়ের মত শুধু পরস্পরের গন্ধ ছুঁয়ে।

আঙ্গুলে জড়ানো আঙ্গুল যেন এই তো প্রথম
ঠোঁটে রেখেছি ঠোঁট
যেন আর কখনো দেখা হবে না
যেন শুধু ছুঁয়ে থাকলেই কোনো বিচ্ছেদ  নেই
তারপর
নিঃশব্দে ঝরে যায় ভোরবেলায় শিউলি হয়ে।

No comments:

Post a Comment