Total Pageviews

Thursday 23 April 2015

ভালোবাসাবাসি - ১৫

এমন রাত যদি আসে .. ..
চাঁদের আলোয় পা ডুবিয়ে গল্প শোনাচ্ছি তোমায়
আমার উষ্ণতার চাদরে তোমার ঠান্ডা হাতদুটো জড়ানো।

কখনো টুপটাপ ঝরে ফিসফিস হাসি
কখনো ওই তারাদের মাঝে
আর মায়া ভরা স্তব্ধতায় পৃথিবীর সব কথা মিশে যায়।

তখন তোমার এতটুকু অবহেলায়
মন দরিদ্র হয়ে যায়
মনে হয় যেন কতকাল খেতে পাইনি ভালোকরে।

ভালোবাসাবাসি - ১৪

আমাদের ফিস ফিস  কথায়  হেসে ওঠে মাধবীলতা
বারান্দার কোনে আড়ি পাতে একলা চড়াই
সিলিঙে জমা  সন্দিগ্ধ  ধূসর ঝুল
ওরা জানেনা আমরা অনেকটা পথ হেঁটে এসেছি
একসাথে
পিপড়ের মত শুধু পরস্পরের গন্ধ ছুঁয়ে।

আঙ্গুলে জড়ানো আঙ্গুল যেন এই তো প্রথম
ঠোঁটে রেখেছি ঠোঁট
যেন আর কখনো দেখা হবে না
যেন শুধু ছুঁয়ে থাকলেই কোনো বিচ্ছেদ  নেই
তারপর
নিঃশব্দে ঝরে যায় ভোরবেলায় শিউলি হয়ে।

স্বচ্ছ ভারত মিশন

তারপর আমার উড়ে যাওয়ার ইচ্ছেটা
ছেঁড়া ঘুড়ির মত
পাক খেতে খেতে
খেতে খেতে
এসে পড়ল তোমার পায়ের কাছে |
ফুটিফাটা উজ্জল রঙের রম্বসে সাদা কালো
নিউস পেপার ল্যাজ  -
পোটেনশিয়াল স্বপ্নে ক্লিশে বোকামির এম্বস।
এগোতেই পায়ে জড়ালো মাঞ্জা সুতো
৭০% বিরক্তিতে ২০% অবাক মিশলেও
১০% প্রেসেন্স অফ মাইন্ড এ
তুমি ডাস্টবিন খুঁজলে
তারপর সযন্তে ঘুড়িটাকে ফেলে আসলে সেখানে
স্বচ্ছ ভারত মিশন !

Monday 12 January 2015

আবার তবে অচেনা হয়ে যাই

আবার তবে অচেনা হয়ে যাই ?


যেমনি করে কমল কলি
ঝাপসা বিকেল উদাস বুলি
ফাটা সবুজ ঘাসের আগায়
নিপুন হাতে সন্ধ্যে সাজায়

ওই যে যেমন অকাল ফাগে
বুকের মাঝে ইমন রাগে
আগুন ভাঙে; শুধুই তখন আঙুল ছুঁয়ে
তোমায় বুঝি কাল পেরনো উজান বেয়ে


ভালো নয় কি ? নতুন করে
খেলব তবে আবার সেই খেলা ঘরে,
আবার সেই হৃদ মাঝারে অলীক সুবাস
আবার সেই মাদল বাজায় শিমূল পলাশ

আবার তবে অচেনা হয়ে যাই।

ছকে বাঁধা রিংটোন
বেপরয়া হতে ভয় পায়

সময়ের জঞ্জাল


আগুন ভাঙ্গে,
অশান্ত আকাশ ।

বায়োস্কোপ জীবন এখন

কেন এত স্মৃতি ?
স্মৃতির সাথে শোকের সম্পর্ক গভীর
যেমন মাটির সাথে জল
এঁটেল দোআঁশ বেলে
নির্ভুল গভীরতায় টলটল করে
খাঁজে খাঁজে শুষে নেয় চাতকের মতো

শীতকালে যেমন রোদ মরে আসে
শেষ বিকেলের আগেই
সময়ের রাস্তায় ক্লান্ত হাঁটে
ঝিম ধরা অতীত
নিভে গিয়ে  ও বেঁচে থাকে
টবের বনসাইতে

স্মৃতির তোড়ায় বাঁধা হলদে চিরকুট
পুরনো প্রেম অসম দুপুর
যেভাবে মাঝ রাতে ভাঙা ঘুম আর কিছু
খস খসে স্বপ্নেরা হেঁটে যায়
ব্যাক গ্রাউন্ডে জোরে ফ্যান চলে
বায়োস্কোপ জীবন এখন 

Thursday 4 April 2013

ভালবাসাবাসি - ১৩


মাত্র কুড়ি মিনিটের উদাসীনতা বুঝিয়ে দেয় সামনে
নিশ্চিত বিপদ ; ত্বকের উপরে একশো চার আর বুকের ভিতরে
মাইনাস দুশ তিয়াত্তর !
বেপরোয়া মন নিজের ক্ষমতা বোঝে কই !
অমাবস্যার স্মার্ট ক্যামফ্লেজ এখন হৃদয়ের জ্যোৎস্নায় আর
দুজনের ভাষা তখন একই বর্ণমালায় তবু অবোধ্য ;
সব ফুলের রঙ আজ মন ভোলানো নীল, শুনেছি নীল রঙে মিশে থাকে
তীব্র কালকূট - একবার দু ঠোঁটে ছুঁয়ে যেতে চাই
হাতে সময় বড্ড কম
ছুটছে গাড়ি, আসছে স্টেশন
দুহাতে জড়াও অলীক ভুবন !

Sunday 31 March 2013

মার্চ ২৭, ২০১৩


ধার করা ফাগ আর তোমার গালে আকাশ ছুঁয়ে যায়
চোখের কোণে দুষ্টুমির মেঘ মল্লার
আমি তখন কাক ভেজা লাল
প্রেম পর্যায়ের যাবতীয় গান ও কবিতা
তোমার পায়ের কাছে
যে অদ্ভুত উদাসীনতা আমাকে তোমার কাছে পৌঁছে দেয়
তুমি তাকে কখনো লিখে রাখো না